হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না

News Desk Published: 27 নভেম্বর 2025 19:11 পিএম

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আর আদালতে লড়বেন না—এ ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

পান্না বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।” আদালত নিয়ে শেখ হাসিনার প্রকাশ্য অবিশ্বাসই তার সরে দাঁড়ানোর মূল কারণ বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনও কোনো আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পাননি বলে জানান তিনি। চিঠি হাতে পেলেই নিয়ম অনুযায়ী পদত্যাগ জানাবেন।

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় লড়াই থেকে সরে এলেও জেড আই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত থাকার কথা নিশ্চিত করেন। বিশেষভাবে উল্লেখ করেন—

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করায় অভিযুক্ত তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে লড়বেন,
দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি সহায়তা দেবেন।

Please share your comment:

Related