প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দিতে মন্ত্রণালয়ের চিঠি

News Desk Published: 18 নভেম্বর 2025 18:11 পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩ গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রাঞ্জন পোদ্দার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠন আন্দোলনে নেমেছে। তারা শিক্ষকদের ভুল তথ্য দিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়েছে, যা ভোগান্তির সৃষ্টি করেছে।’

আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ডা. বিধান রাঞ্জন পোদ্দার। তিনি জানান, ফাতেমার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।

গানের শিক্ষক নিয়োগ বর্তমান সরকারের আমলে সম্ভব না হলেও পরবর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা ও বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

Please share your comment:

Related