৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার শিশু সাজিদ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টানা ৩২ ঘণ্টার অভিযান শেষে শিশুটিকে বের করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের বহুদিনের অকেজো গভীর নলকূপের খোলা মুখে পড়ে যায় স্বাধীন নামে এই শিশুটি। নলকূপটির মালিক স্থানীয় বাসিন্দা তাহের।
শিশুটিকে উদ্ধারে রাত–দিন অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। মূল গর্তের পাশ থেকে কেটে নিচে নামতে নামতে সন্ধ্যায় শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়। এর আগে ৪৫ ফুট গভীর পর্যন্ত গেলেও তাকে পাওয়া যায়নি।
উদ্ধার তদারকিতে দুপুরে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ‘শিশুটিকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে, প্রয়োজন হলে ১০০ ফুট গভীরেও নামবে আমাদের দল।’
অবশেষে সবার প্রত্যাশা সত্যি করে জীবিত উদ্ধার হলো শিশু সাজিদ।

Please share your comment: