বিজয় দিবসের প্রস্তুতি সভায় শেখ মুজিবকে জাতির পিতা বলায় হট্টগোল

News Desk Published: 08 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সভাটি পণ্ড হয়ে যায়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করেন। এ সময় মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহমুদুল হক হায়দারী এতে আপত্তি জানান। এরপর দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা অসমাপ্ত রেখেই বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক হায়দারী সময় সংবাদকে বলেন, ‘পরিকল্পিতভাবে কয়েকজন মুক্তিযোদ্ধা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করেন। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করে মূল্যায়ন না করাসহ নানা রাজনৈতিক বিষয়ে আলোচনা শুরু করা হয়। তাই আমিসহ অন্যরা এর প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রশ্ন তুলেছি—আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন রাজাকার বলা হয়েছিল, তখন কেন প্রতিবাদ জানানো হয়নি। এসব বিষয়ে রাজনীতি না করার অনুরোধ করেছি। জনগণই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘এটি অত্যন্ত আপত্তিকর ঘটনা। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন। তার কথা শেষ করার আগেই আক্রমণাত্মকভাবে বাধা দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ প্রত্যাশিত নয়।’

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ মুঠোফোনে বলেন, ‘আজই আমার প্রথম কর্মদিবস ছিল। স্থানীয়দের অনেককে আমি এখনো চিনি না। সভার শেষ দিকে একজন মুক্তিযোদ্ধার বক্তব্যকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সেখানেই সভার সমাপ্তি ঘোষণা করা হয়।’

Please share your comment:

Related